রাজ্য বাজেটঃ প্রাণিসম্পদে বরাদ্দ ১২১৭.৭৬ কোটি, কৃষিতে ৯,৫৯৫.৩২ কোটি

এদিনের বাজেটে যেমন রাজ্য সরকারি কর্মচারিদের জন্য তিন শতাংশ ডিএ’র ঘোষণা করা হয়েছে, তেমনই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। গ্রামীণ উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রাণি সম্পদ, কৃষি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে বরাদ্দের উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে। বাম জমানার তুলনায় তৃণমূল কংগ্রেস জমানায় রাজ্যের প্রাণি সম্পদ উন্নয়ন দফতরের কাজকর্মে গতি অনেকটাই বেড়েছে। আর দফতরের কাজকর্মের সেই গতি অব্যাহত রাখতে আগামী ২০২৩-২৪ আর্থিক বর্ষে রাজ্য বাজেটে বরাদ্দ করা হয়েছে এক হাজার ২১৭ কোটি ৭৬ লক্ষ টাকা। প্রাণি সম্পদের পাশাপাশি গ্রামীণ অর্থনীতির কথা মাথায় রেখে কৃষি দফতরের জন্য বরাদ্দ করা হয়েছে ৯ হাজার ৫৯৫ কোটি ৩২ লক্ষ টাকা। কৃষি বিপণনের জন্য বরাদ্দ করা হয়েছে ৪১৩ কোটি ৪৩ লক্ষ টাকা। সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেও পিছিয়ে থাকা মানুষের কথা ভেবেছে রাজ্য সরকার। অনগ্রসর শ্রেণি কল্যাণের জন্য বরাদ্দ করা হয়েছে ২ হাজার ২৪২ ৫৮ কোটি টাকা। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্যক্ষেত্রে আমূল সংস্কার সাধিত হয়েছে। বিভিন্ন জেলায় একাধিক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড চালু হয়েছে। আগামী অর্থ বর্ষের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের জন্য বরাদ্দ করা হয়েছে ১৮ হাজার ২৬৪ দশমিক ৬২ কোটি টাকা।

error: Content is protected !!