বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! বাংলা সহ একাধিক রাজ্যে জারি সতর্কতা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! যার জেরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস জারি করল IMD। তাদের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।  আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হবে ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি। আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, রাজ্যের গাঙ্গেয় সমভূমি জেলা ও সমুদ্র  উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে বৃষ্টি হবে।  IMD জানিয়েছে, ওড়িশা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা গেছে। স্যাটেলাইট ইমেজে সেই ছবি দেখা গেছে। আর তার প্রভাবেই পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে।  আবহাওয়া অধিদফতরের রিপোর্ট বলছে, ত্রিপুরা এবং বাংলাদেশের একটি অংশের উপর একটি ঘূর্ণিঝড় বায়ু কোণ তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় সঞ্চালন সৃষ্টির কারণে অসম, বাংলাদেশ, ত্রিপুরা-সহ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে এর প্রভাব দেখা যেতে পারে। এছাড়াও বাংলাদেশের জন্যও বুলেটিনে জানানো হয়েছে, সেদেশেও সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। যার প্রভাব পড়তে পারে।

error: Content is protected !!