
১১ বছরে বাঁকুড়া থেকে মাওবাদী-আতঙ্ক দূর হয়েছে: মুখ্যমন্ত্রী
শুক্রবার বাঁকুড়ার ২ নম্বর ব্লকের বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই বললেন, ‘আগে যখন আমরা আসতাম মাওবাদীদের অত্যাচারে মানুষ বের হতে পারতেন না।এই ১১ বছরে বাঁকুড়া থেকে মাওবাদী-আতঙ্ক দূর হয়েছে।বাঁকুড়া লালমাটি আমাদের গর্ব । দীর্ঘদিন ধরে উদ্বোধন করা প্রকল্প কেন বাস্তবায়িত হচ্ছে না তা নিয়েও জেলা প্রশাসনকে এর আগেরবার প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে এবারও বাঁকুড়া জেলা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় ১৫০ কোটি টাকার ৩৭টি প্রকল্পের উদ্বোধন ও প্রায় ১৯০ কোটি টাকার ৩৫টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। কর্মসংস্থানেরও বার্তা দেন। পাশাপাশি ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে কটাক্ষও করেন৷ মুখ্যমন্ত্রী জানান, ‘২০২৪ সালের মধ্যে বাঁকুড়ার ঘরে ঘরে নলবাহিত জল পৌঁছে যাবে। বাঁকুড়ায় আগে জল পাওয়া যেত না। ৭ লক্ষ ৬০ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। ৩২০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ সংযোগকারী রাস্তা তৈরি হবে৷ ৬০ বছর বয়স হলে প্রাপকরা সরাসরি বার্ধক্য ভাতায় নথিভুক্ত হবেন। আগামী বছর বাংলায় ৮ কোটি কর্ম দিবস তৈরি হবে।’