মালদায় ৩টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, গুরুতর আহত ২

শনিবার সকালে মালদা জেলাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পঞ্চমুখী মন্দির সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বালুরঘাট থেকে দুটি খালি লরি গাজলের দিকে আসছিল। অন্যদিকে একটি ভুট্টা বোঝাই লরি বালুরঘাট থেকে গাজোলের দিকে যাচ্ছিল। ৩টি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, গুরুতর আহত দুই। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় মৃত লরি চালক। দুমড়ে মুচড়ে যাওয়া লরিতে দীর্ঘক্ষণ আটকে ছিল তাঁর মৃতদেহ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রায় দীর্ঘক্ষণ পর জেসিবি দিয়ে চালকের মৃতদেহ লরি থেকে বাইরে বের করে আনা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

error: Content is protected !!