কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে ২ দিনের কর্মবিরতি ডাক

কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ-র (DA) দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ৩৬টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে। এদিন সকাল থেকে কলকাতা সহ রাজ্যের সর্বত্র এই কর্মবিরতি শুরু হয়েছে। সরকারি কর্মীদের এই আন্দোলন নিয়ে রাজ্য কঠোর মনোভাব নিলেও তা উপেক্ষা করেই কর্মবিরতি চলছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী ফেডারেশন সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা এই কর্মবিরতির প্রতিবাদে পথে নামছে। নব মহাকরণ, মহাকরণ, খাদ্য ভবন সহ বিভিন্ন সরকারি দফতরে টিফিনের সময় তারা মিছিল-মিটিং করবে। প্রসঙ্গত, বাজেট ভাষণের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় হঠাৎ করেই রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। তারপর থেকেই রাজ্য কর্মীরা কেন্দ্রীয় কর্মচারীদের হারে ডিএ এবং বকেয়ার দাবিতে আন্দোলনে নামেন।

error: Content is protected !!