সেলফি না পাওয়ায় সোনু নিগমের উপর হামলা বিধায়কের ছেলের, চুলের মুটি ধরে টেনে ফেলে দেওয়া হল সিঁড়ি থেকে! গুরুতর জখম ম্যানেজার ও নিরাপত্তারক্ষী

সোমবার মুম্বইয়ের চেম্বুরে সোন নিগমের অনুষ্ঠান চলাকালীনই তাঁর উপর চড়াও হন সেখানকার বিধায়কের ছেলে, তাঁরও আর্জি গায়কের সঙ্গে ছবি তোলার। গায়ক তা অস্বীকার করলে বিধায়কের ছেলের সঙ্গে তাঁর বাকযুদ্ধ বাঁধে। শিল্পীদের দুই সহকর্মীকে মারধর করা হয়। সোনু নিগমের সঙ্গেও অভব্য আচরণ করতে শুরু করেন তিনি, সঙ্গে শিল্পীর নিরাপত্তারক্ষী ও ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন। সোনু ধাক্কা দেন এবং তাঁর চুল ধরে টানাটানি করে ধাক্কা মেরে ফেলে দেন সিঁড়ি থেকে। শিল্পীর ম্যানেজার গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় সাতপাঁচ না ভেবে সোমবার রাতেই থানায় অপরাধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সোনু। মঙ্গলবার এক পুলিশ কর্মকর্তা জানান, নিগমের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে, চেম্বুর পুলিশ স্থানীয় শিবসেনা বিধায়ক প্রকাশ ফাতারপেকারের ছেলে স্বপ্নিল ফাতারপেকারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা)৩৪১ (অন্যায়ভাবে সংযম) এবং ৩৩৭ ধারায় এফআইআর নথিভুক্ত করেছে। সোনু নিগমের অভিযোগ অনুসারে, তিনি এবং তাঁর সহকর্মীরা পারফরম্যান্সের পরে যখন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন স্বপ্নিল নামে পরিচিত ওই বিধায়কের ছেলে, পেছন থেকে এসে গায়ককে ধরে ফেলে। অভিযুক্ত দৃশ্যত গায়কের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। সোনুর আরও অভিযোগ অনুযায়ী, নিগমের সহকর্মী হরি অভিযুক্তকে থামানোর চেষ্টা করলেও সে মারধর চালিয়ে যায়। তবে, অভিযুক্তরা প্রকাশকে মারধর করায় সে মঞ্চ থেকে পড়ে যান। অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা তখন নিগমকে ধাক্কা দেয় যার কারণে তিনিও সিঁড়িতে পড়ে যান।  শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই মুম্বই পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। সোনু নিগম হাসপাতাল হয়ে থানায় পৌঁছেছেন বলেই খবর। তিনি নাকি নিজের বয়ানও রেকর্ড করেছেন।

error: Content is protected !!