জ্বালানির ট্যাঙ্কে লিকেজ, সুইডেনের স্টকহোমে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

জ্বালানির ট্যাঙ্কে লিকেজ হওয়ার জেরে জরুরি অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়ার বিমানের। জানা গিয়েছে, আজ, বুধবার আমেরিকার নিউইয়র্ক থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে দিল্লির দিকে রওনা হয়েছিল বিমানটি। আচমকাই মাঝ আকাশে সমস্যা দেখা দেয় বিমানটির জ্বালানি ট্যাঙ্কে। বাধ্য হয়ে মাঝপথেই সুইডেনের স্টকহোম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির।

error: Content is protected !!