গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের

ফের আইনি গেরোয় খান পরিবার। এবার শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক মুম্বই নিবাসী যুবক। লখনউতে ৮৬ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সেই ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি। ওই যুবকের নাম যশবন্ত শাহ। ওই যুবকের দাবি, শাহরুখ পত্নী বিশ্বাসভঙ্গ করেছেন। তাই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি থানায় ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় এফআইআর দায়ের করেছেন যশবন্ত। তবে শুধুই গৌরীই নন, ওই যুবক এফআইআর দায়ের করেছেন ফ্ল্যাটের নির্মাতা সংস্থার দুই কর্ণধারের বিরুদ্ধেও। যশবন্ত শাহ জানিয়েছেন, ৮৬ লক্ষ টাকা দিয়ে ওই নির্মাতা সংস্থার থেকে বহুদিন আগেই ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সেই ফ্ল্যাটের চাবি হাতে পাননি। তাই বাধ্য হয়েই জামিন অযোগ্য ধারায় ওই ফ্ল্যাটের নির্মাতা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। যেহেতু ওই নির্মাতা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন গৌরী খান। তাই তাঁর বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন ওই যুবক। যার ফলে বিপাকে পড়েছেন শাহরুখ পত্নী গৌরী খান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

error: Content is protected !!