প্রাথমিক টেটে উত্তরপত্র রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ, ঘোষণা পর্ষদের

প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পর্ষদ। টেট পরীক্ষার্থীরা এবার চাইলে প্রাথমিক টেটের খাতা রিভিউ এবং স্ক্রুটিনি করার জন্য আবেদন করতে পারবে। বুধবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। বুধবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রাথমিক টেট-এর উত্তরপত্র তথা ওএমআর শিটের পুনর্মূল্যায়ন ও যাচাইয়ের জন্য অনলাইনে আবেদন করা যাবে। ২০২২ সালের টেট পরীক্ষায় যে চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন তাঁরা সকলেই আবেদন করতে পারবেন। পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেল পাঁচটায় রিভিউ ও স্ক্রুটিনির আবেদনের জন্য অনলাইন পোর্টাল খুলে যাব। আগামী ১০ মার্চ মধ্যরাত পর্যন্ত আবেদনের শেষ সময়। তবে রিভিউ ও স্ক্রুটিনি করতে চাকরিপ্রার্থীদের একটি নির্দিষ্ট ফিজ দিতে হবে। পর্ষদ জানিয়েছে, প্রার্থীপিছু আবেদন ফি এক হাজার টাকা করে দিতে হবে। বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানান, এবারই এটা প্রথম করা হচ্ছে। কোনও প্রার্থীর যদি মনে হয় তাঁর মূল্যায়ন সঠিকভাবে হয়নি, তিনি চাইলে পিপিআর বা পিপিএস-এর জন্য আবেদন করতে পারেন। আমরা যথাসময়ে ফলপ্রকাশ করে দেব।

error: Content is protected !!