চোপড়ায় তৃণমূল নেতাকে গুলি

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল চোপড়ায়। বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়ার কোটগছ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।  জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম জাকির হোসেন। এলাকায় জাকির মাস্টার নামে পরিচিত তিনি। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তাঁকে জখম অবস্থায় কোটগছ এলাকা থেকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে এদিন রাতে তৃণমূলের অঞ্চল সহ সভাপতি জাকির হোসেন কাঁচাকালী এলাকা থেকে বাইকে চেপে দলুয়া গ্রামে তাঁর বাড়িতে ফিরছিলেন। পথে কোটগছ এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। তৎক্ষণাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পুলিশ। জাকির হোসেনকে চিকিৎসার জন্য প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। গোটা বিষয়টির উপর পুলিশের তরফে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!