
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি গোষ্ঠী
চুক্তি নিয়ে বিতর্কের মাঝেই বৃহস্পতিবার রাতে ঝাড়খন্ডের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে দিয়েছে গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার। সন্ধে সাতটা নাগাদ বাংলাদেশের জাতীয় গ্রিড বা সঞ্চালন লাইনে প্রথম বিদ্যুৎ সরবরাহ করে সংস্থাটি। প্রথম দিন ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে এই সরবরাহ পরীক্ষামূলক বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।