শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে ফের তলব করল ইডি

সামনেই রাজ্য পঞ্চায়েত নির্বাচন। তাই দুর্নীতি কাণ্ডে বেশি তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার ইডির আতসকাচের তলায় শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের কাকু থেকে তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় কিংবা পার্লার মালকিন, সকলেই এখন ইডি অফিসারদের নিশানায়। তদন্তে নেমে একের পর তথ্য হাতে পেয়েছে ইডি। ইডি সূত্রের খবর, সরকারি বিভিন্ন দফতরের কর্মীদের বদলির জন্য মোটা অঙ্কের টাকা নিতেন শান্তনু। ইডির তদন্তে উদ্ধার হয়েছে বদলি সংক্রান্ত নথিপত্রও। এবার ইডির টার্গেটে রয়েছেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা। তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এর আগেও প্রিয়াঙ্কাকে তলব করেছেন ইডি আধিকারিকরা। একাধিকবার ইডির নোটিস এড়িয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। চলতি সপ্তাহে ফের তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ইডি সূত্রের খবর, উঠে এসেছে একাধিক তথ্য। তার ভিত্তিতে তদন্তকারীরা দাবি করছেন, নিয়োগ দুর্নীতিতে চাকরির রেট নির্ধারণ করতেন এই শান্তনু বন্দ্যোপাধ্যায়। প্রাইমারি, আপার প্রাইমারি, সংগঠিত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেট নির্ধারণ করতেন শান্তনু। 

error: Content is protected !!