কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে বিরোধীদের সঙ্গে দিল্লি গিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে অপব্যবহার করার অভিযোগ উঠেছিল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা সম্প্রতি চিঠিও লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার সেই বিষয় নিয়ে দেশব্যাপী প্রতিবাদ জানাতে আন্দোলন করার পরিকল্পনা নিচ্ছে বিরোধীরা। এর জন্য খুব তাড়াতাড়ি দিল্লি গিয়ে বিরোধীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার দিল্লি সফরে গিয়ে তিনি কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করবেন না বলে জানা গেছে। যা নিয়েই তৈরি হয়েছে নতুন করে জল্পনা। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষ নেতা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি বিরোধীদের সঙ্গে বৈঠকের জন্য দিল্লি যাবেন দলনেত্রী। তবে কবে তিনি দেশের রাজধানীতে যাবেন তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। সম্ভবত তিনি মার্চের শেষদিক বা এপ্রিলের প্রথমদিকে দিল্লিতে যাবেন। সেখানে গিয়ে মোদিকে যাঁরা চিঠি পাঠিয়েছেন তাঁদের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, মোদির কাছে লেখা চিঠিতে মমতা ছাড়াও সই করেছেন ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা, এনসিপি প্রধান শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বিহারের উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। আর বিরোধীদের মধ্যে এই চিঠিতে সই করেনি কংগ্রেস, জেডিএস, জেডি(ইউ) এবং সিপিএমের কোনও নেতারা। তাই তাঁদের সঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর কোনও বৈঠক হওয়ার সম্ভাবনা নেই।

error: Content is protected !!