জেলা ফের অনুব্রত-র মেয়ে সুকন্যা মণ্ডলকে তলব করল ইডি by সংবাদ AME বাংলা 24X 7 আবারও অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে তলব করল ইডি । দিল্লির ইডির দপ্তরে তলব করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, ই-মেল মারফত সুকন্যাকে তলব করা হয়েছে। আগামী ২০ মার্চের মধ্যে ইডির দপ্তরে সাক্ষাৎ করতে বলা হয়েছে। তবে তিনি যাবেন কি না তা জানা যায়নি। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/