বিরোধী সাংসদদের হট্টগোলে লোকসভা-রাজ্যসভার অধিবেশন স্থগিত

বিরোধী সাংসদদের হট্টগোলে সোমবার শুরু হতে না হতেই লোকসভা ও রাজ্যসভার কাজকর্ম দুপুর দুটো পর্যন্ত স্থগিত হয়ে গেল। যুযুধান দুই শিবির যে রণংদেহী মনোভাব দেখিয়ে চলছে তাতে দুপুর দুটোর পরেও সংসাদের দুই কক্ষের অধিবেশন নির্বিঘ্নে চালানো যাবে কিনা, তা নিয়ে সংশয় থাকছে। গত কয়েকদিন ধরেই ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে গণতন্ত্র নিয়ে মন্তব্যের জন্য রাহুল গান্ধির ক্ষমার দাবিতে লোকসভা এবং রাজ্যসভায় লাগাতার দাবি জানিয়ে চলেছেন বিজেপি সাংসদরা। পাল্টা আদানি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির দাবিতে সুর চড়িয়েছেনকংগ্রেস সহ বিরোধী শিবিরের সাংসদরাও। যার ফলে দফায় দফায় রাজ্যসভা ও লোকসভার কাজকর্ম স্থগিত রাখতে হচ্ছে। সংসদের দুই কক্ষে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা কাটাতে সরকার পক্ষের তরফে এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এদিন সকাল এগারোটা নাগাদ লোকসভা শুরু হতেই ফের আদানিকাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে শ্লোগান দিতে শুরু করেন বিরোধী সাংসদরা। পাল্টা বিজেটপি সাংসদরাও রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার দাবিতে শ্লোগান দেন। অধ্যক্ষ ওম বিড়লা দুই পক্ষের সামসদদের কাছেই সভার কাজ নির্বিঘ্নে চালাতে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু কোনও শিবিরই তাতে কর্ণপাত করেনি।ফলে সভা শুরুর মিনিট চারেকের মধ্যেই দুপুর দুটো পর্যন্ত লোকসভা স্থগিত রাখার কথা জানিয়ে আসন ত্যাগ করেন। রাজ্যসভাতেও একই চিত্র লক্ষ্য করা গিয়েছে। চেয়ারম্যান জগদীপ ধনকর যুযুধান দুই শিবিরের সাংসদদের শ্লোগান-পাল্টা শ্লোগানের মধ্যে সভার কাজ মুলতুবি রাখার কথা ঘোষণা করেন।

error: Content is protected !!