এবার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্যপ্রদেশ

এবার কেঁপে উঠল মধ্যপ্রদেশ। শুক্রবার সকাল ১০টা ৩১মিনিট নাগাদ মধ্যপ্রদেশের গ্বালিয়রে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে আজকের কম্পনের মাত্রা ছিল ৪। গ্বালিয়রে কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সম্প্রতি আফগানিস্তান, পাকিস্তানে কম্পনের জেরে কেঁপে ওঠে দিল্লি। দিল্লি-সহ এনসিআরের পর এবার গ্বালিয়র কেঁপে উঠল।

error: Content is protected !!