আগামীকাল হাওড়া এবং বর্ধমান কর্ড লাইনের সব লোকাল ট্রেন বাতিল

রেলের কাজের জন্য রবিবার হাওড়া এবং বর্ধমান (কর্ড লাইনের) সব ধরনের লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ মার্চ রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১১টা বেজে ৩০ মিনিট পর্যন্ত অর্থাৎ ২৩ ঘণ্টাই টাইম টেবিল অনুযায়ী সব ধরনের লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে হাওড়া এবং বর্ধমান (কর্ড লাইনের) রুটে। রেলের তরফে জানানো হয়েছে, এইচবিসি শাখায় বেলানগর স্টেশনে বর্তমান ইলেকট্রনিক ইন্টারলকিং প্রতিস্থাপনের জন্যই ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। এরফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

error: Content is protected !!