দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে জেলাগুলিকে বিশেষ গাইডলাইন নবান্নের

দুয়ারে সরকার নিয়ে জেলাগুলিকে বিশেষ গাইডলাইন দিল নবান্ন। আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প হবে। আর সেই দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যজুড়ে কীভাবে পরিচালিত হবে তার জন্য একাধিক গাইডলাইন নবান্নের তরফে দেওয়া হল জেলাগুলিকে। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় কত ক্যাম্প পাবে? তার লক্ষ্যমাত্রা কার্যত নির্দিষ্ট করে দিল নবান্ন। নবান্ন সূত্রে খবর যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে। গাইডলাইনে বলা হয়েছে ২ লক্ষ ক্যাম্পের মধ্যে ৮০ হাজার ক্যাম্প বিভিন্ন জেলায় জেলায় বুথ ভিত্তিক করা হবে। মোবাইল ক্যাম্প হবে ২০ হাজার। পাশাপাশি গাইডলাইনেও বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রাজ্য সরকার “জিরো টলারেন্স পলিসি” নিয়েছে। অর্থাৎ আবেদনপত্র পূরণ করে দেওয়ার জন্য টাকা নেওয়া, ফটোকপি করার জন্য টাকা নেওয়া-সহ যদি এই সংক্রান্ত কোনও অভিযোগ ওঠে তাহলে কড়া পদক্ষেপ নিতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পকে কেন্দ্র করে যদি কোনওরকম অভিযোগ ওঠে, তাহলে জেলা প্রশাসনকে করা পদক্ষেপ নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইনে।

error: Content is protected !!