আগামী বছর চন্দ্রাভিযানের জন্য ৪ মহাকাশচারীর নাম ঘোষণা করল নাসা

আগামী বছর চন্দ্রাভিযানের জন্য চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে রেকর্ড গড়তে চলেছেন ক্রিস্টিনা কোচ। সুদক্ষ ইঞ্জিনিয়ার তো বটেই, মহিলা হিসেবে মহাকাশে দীর্ঘ উড়ানেরও অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই অভিযানে অংশ নিচ্ছেন ভিক্টর গ্লোভার। তিনি মার্কিন নৌবাহিনীর পাইলট। অন্যদিকে রিড ওয়াইজম্যান মিশনের কমান্ডার হিসেবে যোগ দেবেন। যাচ্ছেন কানাডার নাগরিক জেরেমি হ্যানসেনও। মিশনের বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন তিনি। 

error: Content is protected !!