সুপ্রিমকোর্টে ধাক্কা খেল শুভেন্দু, খারিজ পঞ্চায়েত ভোট পিছানোর মামলা

দেশের শীর্ষ আদালতে কার্যত গলা ধাক্কা খেলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী। সেটাও আবার দলেরই ৪৪তম প্রতিষ্ঠা দিবসে। বাংলার পঞ্চায়েত ভোট ঠেকাতে বার বার আদালতের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়ে তিনি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। কিন্তু এদিন অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর দায়ের করা সেই মামলাই খারিজ করে দিল। যার অর্থ একদিকে যেমন পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রইল তেমনি এই ভোটের দিনক্ষণ ঘোষণা করতেও আর কোনও অসুবিধা রইল না। তবে শুভেন্দুর এই ধাক্কায় বঙ্গ বিজেপির অনেক নেতাই বেশ খুশি হয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে।

error: Content is protected !!