
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সুজন চক্রবর্তী
হাসপাতালে ভর্তি করা হল সুজন চক্রবর্তীকে । জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা এবং সর্দি-কাশির সমস্যায় গত বেশ কয়েকদিন ধরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁকে আর এন টেগোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রে খবর, সিপিআইএম নেতা সম্প্রতি চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন। চিকিৎসক তাঁকে বেশ কিছু টেস্ট করতে দেন। তবে আলাদা আলাদা ভাবে এই পরীক্ষাগুলি করলে একাধিকবার তাঁকে হাসপাতালে যেতে হবে। টেস্টগুলি বেশ খরচ সাপেক্ষও বটে। ফলে সিপিআইএম-এর তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে এই বাম নেতাকে হাসপাতালে ভর্তি করে নির্দিষ্ট টেস্টগুলি করানো হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা তিনি আর এন টেগোর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন সুজন চক্রবর্তী ।
সম্প্রতি সুজন বনাম কুণাল তরজা নিয়ে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একের পর এক অভিযোগ তুলে নিশানা করেন CPIM নেতাকে। তাঁর অভিযোগ, নিয়োগ দুর্নীতি হয়েছিল বাম আমলে। কখনও সুজনের স্ত্রী মিলি চক্রবর্তীর বিরুদ্ধে চিরকুটে চাকরি পাওয়ার অভিযোগ তোলা হয়। আবার কখনও প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট (সিএ) নিখিল পালকে চিঠি লিখে জনৈক ব্যক্তির চাকরির সুপারিশ করেছিলেন। আবার কখনও কুণাল ঘোষ সুজন চক্রবর্তীর পরিবারের ১৩ জনের তালিকা প্রকাশ করেন। কী ভাবে সকলেই সেই সময় নানা সরকারি চাকরি পেয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।