শীতলকুচিতে স্ত্রী-মেয়ে সহ তৃণমূল নেতাকে কুপিয়ে নৃশংস ভাবে খুন

নৃশংস হত্যকাণ্ডের সাক্ষী থাকল কোচবিহারের শীতলকুচি। ভোররাতে বাড়িতে ঢুকে স্ত্রী-মেয়ে সহ তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, আজ, শুক্রবার ভোরবেলা জনা কয়েক দুষ্কৃতী শীতলকুচির তৃণমূলের এসসি-এসটি সেলের ব্লক সভাপতি বিমল বর্মণেরবাড়িতে হামলা চানায়। সেই সময় বাড়িতেই ছিলেন ওই তৃণমূল নেতার স্ত্রী ও তাঁর দুই মেয়ে। ঘরে ঢুকেই চারজনের উপর এলোপাথাড়ি কোপ মারতে থাকে হামলাকারীরা। রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে শীতলকুচি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বিমল বর্মণ(৬৮) সহ তাঁর স্ত্রী নীলিমা বর্মণকে(৫২) মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় বিমল বাবুর দুই মেয়েকে শীতলকুচি থেকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে স্থানান্তরীত করা করা হয়। সেখানেই পরে মৃত্যু হয় বিমল বাবুর বড় মেয়ে রুনা বর্মণের(২৪)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ছোট মেয়ে ইতি বর্মণ(২২)। খুন করে পালিয়ে যাওয়ার সময় তিনজন দুষ্কৃতীকে ধাওয়া করে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই খুনের প্রতিবাদে মাথাভাঙা-শীতলকুচি রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষ। প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিস।

error: Content is protected !!