‘ভারতের উন্নতির জন্য একজন শিক্ষিত প্রধানমন্ত্রীর প্রয়োজন’, মোদিকে তোপ মণীশ সিসোদিয়ার

জেলে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া। জেলে বসে মণীশ সিসোদিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘শিক্ষাগত যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে চিঠি লেখেন মণীশ সিসোদিয়া। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লেখেন, ‘ভারতের উন্নতির জন্য একজন শিক্ষিত প্রধানমন্ত্রীর প্রয়োজন।’ সিসোদিয়ার ওই চিঠি প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত মদের দোকানে বেআইনি লাইসেন্স প্রদানের অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয় মণীশ সিসোদিয়াকে। সিসোদিয়ার গ্রেফতারির পরপরই তিনি মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন। সিসোদিয়ার পাশাপাশি দিল্লির আর এক মন্ত্রী সত্যেন্দ্র জৈনও ইস্তফা দেন।

error: Content is protected !!