মাঝ আকাশে আচমকাই বিমানের দরজা খোলার চেষ্টা মদ্যপ যাত্রীর

 কয়েকদিন আগেই মাঝ আকাশে এক ইন্ডিগো বিমান বালার শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছিলেন এক মদ্যপ যাত্রী। আর এবার বিমানের জরুরি দরজার খোলা চেষ্টা করলেন এক মত্ত যাত্রী। যদিও দরজা খোলার আগেই ওই যাত্রীকে নিরস্ত করেন বিমান কর্মীরা। বিমান মাটিতে অবতরণের পরেই ওইউ গুণধর মদ্যপ যাত্রীকে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে্। শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লি-বেঙ্গালুরুগামী বিমানে। ইন্ডিগো এয়ারলাইন্সের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকাল শুক্রবার সকাল সাতটা ৫৬ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছিল ৬ই-৩০৮ নম্বর বিমানটি। ওই বিমানের এফ-১৮ আসনের যাত্রী ছিলেন উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা প্রতীক। সব যাত্রীরা যখন নিজেদের মধ্যে গল্পগুজবে ব্যস্ত তখন আচমকাই ওই যাত্রী গুটি গুটি পায়ে জরুরি দরজার দিকে এগিয়ে যান। মাঝ আকাশেই জরুরি দরজা খোলার জন্য টানাটানি করেন। চোখের সামনে ওই ঘটনা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বিমানের অন্য যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রতীক। বিমান ক্রুরা শেষ পর্যন্ত প্রতীককে নিরস্ত করেন এবং পাইলটের গোচরে আনেন বিষয়টি। সকাল ১০টা ৪৩ মিনিটে বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই প্রতীককে নামিয়ে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালে নিয়ে গিয়ে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করে দেখা যায়, প্রচুর মদ্যপান করেছেন তিনি। কীভাবে একজন অপ্রকৃতিস্থ যাত্রীকে বিমানে চড়তে দেোয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

error: Content is protected !!