সিরিয়ায় পাল্টা হামলা ইজরায়েলের

রকেট হামলার পাল্টা জবাব দিল ইজরায়েল। গত, শনিবার সিরিয়ার দিক থেকে রকেট হামলা চালানো হয় ইজরায়েলের উপর। সেই হামলায় মৃত্যু হয় তিনজনের। এমনটাই জানানো হয়েছে ইজরায়েলের তরফে। যার পাল্টা আজ, রবিবার সিরিয়াতে গোলা বর্ষণ করেছে ইজরায়েলের সেনারা।

error: Content is protected !!