আমতা লাইনে ফের ব্যাহত ট্রেন চলাচল

 ফের বিপত্তি হাওড়া-আমতা শাখায়। লাইনে আগুন লাগার কারণে ব্যাহত হয় ট্রেন চলাচল। আগুনের তীব্রতা এতটা ছিল যে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসেও আগুন নেভানোর কাজে হাত লাগতে পারেনি। লাইনে আগুন লাগার কারণে মাঝ পথেই দাঁড়িয়ে রইল আমতা গামী লোকাল ট্রেন। 

error: Content is protected !!