কেওড়াতলা মহাশ্মশান নিয়ে ফেক নিউজ, অপরাধীদের খোঁজার নির্দেশ মুখ্যমন্ত্রীর

 ভুয়ো খবর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ভাইরাল হয়েছিল ছবি। দেখা যাচ্ছে তাতে লেখা, ‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’।  যা নিয়ে নানা প্রশ্নে সরগরম নেটদুনিয়া। চলছে বিতর্কও। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে মুখ খুললেন। তাঁর দাবি, ছবিটি সুপার কম্পোজ। এদিন নবান্ন থেকে ৩৫টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, ‘কেউ এমন বলে নাকি!’ তাঁর প্রশ্ন, ‘শ্মশান আবার কেউ ভালোবাসে নাকি? এটা কি হতে পারে?’ তাঁর দাবি, ‘সবটাই মিথ্যে’। বলেন, সিপি ব্যবস্থা নেবে।  সূত্রে খবর, কে বা কারা এই কাজ করেছে, তা জানতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ইতিমধ্যেই  তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজ সকাল থেকে ফেক নিউজ দেখানো শুরু হয়েছে। বলেন, ‘আই লাভ কেওড়াতলা’ নিয়েও ভুয়ো খবর প্রচার করা হচ্ছে। বিরক্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘যারা বার্নিং ঘাট নিয়ে এসব করে তাঁদের আমি ধিক্কার জানাই’।