পাকিস্তানে বোমা বিস্ফোরণে মৃত ৪, আহত ১৫

সোমবার কোয়েট্টা প্রদেশে শক্তিশালী পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মী-সহ চার জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন বিকেলে কোয়েট্টা প্রদেশের শাহরাহ-ই-ইকবালের কান্ধারি বাজারের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। অনেকেই প্রাণ  ভয়ে ছোটাছুটি শুরু করেন। বিস্ফোরণে দুই পুলিশ আধিকারিক, এক শিশু সহ চার জন প্রাণ হারিয়েছেন। ১৫ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

error: Content is protected !!