
বাঁশদ্রোনীর কাঠের গুগামে ভয়াবহ আগুন
বাঁশদ্রোনীতে কাঠের গুগামে ভয়াবহ আগুন। আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। একটি কাঠের গুদামে আগুন লেগে যায় এদিন। তারপরেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। আগুন নেভাতে উঠে পড়ে লাগেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের ২টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে না এলে এলাকায় আসে আরও ৮টা দমকল ইঞ্জিন। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আসে আরও ৫টা ইঞ্জিন। পরবর্তী কালে আসে আরও ২টি ইঞ্জিন। পাশাপাশি তৎপর থাকে পুলিশ। বটতলায় একটি কাঠের দোকানে কাজ করছিলেন প্রায় ৫ জন শ্রমিক। পেছনেই গুদাম। জানা গিয়েছে, হঠাৎ দোকানে আগুন লেগে যায়। কর্মীরা তা নেভানোর চেষ্টা করেও পারেননি। এরপরে দমকল এসে কর্মীদের উদ্ধার করে। তবে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকা ও সংলগ্ন একটি নির্মীয়মান বহুতলে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বহু গাছ। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও অরূপ বিশ্বাস। এসেছেন স্থানীয় কাউন্সিলর।