কেলেঘাই নদীর ওপর নয়া সেতু গড়বে রাজ্য সরকার

দাবি দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকেই এই দাবি জানিয়ে আসছেন মেদিনীপুরের জনতা। কিন্তু কংগ্রেস জমানায় সেই দাবি মেনে নেওয়া হয়নি। বাম জমানার ৩৪ বছরেও সেই দাবিকে মান্যতা দেয়নি লালপার্টির সরকার। কিন্তু সেই দাবিকে মান্যতা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেলেঘাই নদীর ওপর নতুন একটি সেতু গড়ার পথে হাঁটা দিতে চলেছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লকের সেলমাবাদ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের খড়িকা যাওয়ার সংযোগকারী রাস্তা হয়ে উঠবে এই নয়া সেতু। এরফলে সবং ও পটাশপুর তথা দুই মেদিনীপুরের বিরাট অংশের যোগাযোগ আরও মসৃণ হবে। যাত্রী ও পণ্য পরিবহণ গাড়ি অনায়াসে দু’দিকে যাতায়াত করবে। যদিও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার দাবি, সেতু গড়তে হবে কাঁটাখালি বা লাঙলকাটায়।

error: Content is protected !!