পঞ্জাবের ভাতিন্ডায় আরও এক সেনা জওয়ানের মৃত্যু

পঞ্জাবের ভাতিন্ডায় আরও এক সেনা জওয়ানের মৃত্যু হল। তবে গতকাল বুধবার ৪ জওয়ানের মৃত্যুর ঘটনার সঙ্গে ওই জওয়ানের মৃত্যুর কোনও যোগ নেই বলে সেনার তরফে জানানো হয়েছে। বন্দুকের গুলিতে আহত হয়ে জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, ভাতিন্ডায় সেনা ছাউনির অন্য একটি ইউনিটে ছিলেন মৃত জওয়ান। ২০ বছর বয়স তাঁর। পুলিশের তরফে বলা হয়েছে, ‘সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে গতকাল যে সেনা জওয়ানের মৃত্যু হয়েছে তিনি পৃথক ইউনিটের ছিলেন। এই ঘটনার সঙ্গে অন্য চার জওয়ানের মৃত্যুর ঘটনার কোনও সম্পর্ক নেই। এটি বন্দুকের গুলির আঘাত, দেহের ময়নাতদন্ত করা হবে। সেনাবাহিনী জানিয়েছে, ওই জওয়ান দুর্ঘটনাজনিত কারণে গুলি লেগে মারা গেছে। আমরা ঘটনার তদন্ত করছি, আমাদের তদন্তকারী আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন।’

error: Content is protected !!