ভাটপাড়ায় নীল ষষ্ঠী উপলক্ষে স্ত্রীর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক

 উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় নীল ষষ্ঠী উপলক্ষে স্ত্রীর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ এক যুবক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া ঘাটে। জানা গিয়েছে, মৃতের নাম বিশাল সরকার ( ২০)। তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদ্রালে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশাল ও তাঁর স্ত্রী রুপা কিছুক্ষন ঘাটে বসেছিলেন। তারপর দুজনেই গঙ্গায় স্নান করতে নামেন। স্ত্রী পুজো দিয়ে শিব মন্দিরে পুজো দিতে যান। বিশাল স্নান করার সময় তীব্র জলস্রোত তাকে বহুদূর টেনে নিয়ে যায়। স্বামীকে বাঁচাতে রুপা দেবী নিজের কাপড় খুলে ছুঁড়ে দিলেও, তা বিশাল ধরতে পারেনি।

error: Content is protected !!