‘মত্ত শ্বেতহস্তির মতো দাপিয়ে বেড়াচ্ছেন’, রাজ্যপালকে বেনজির আক্রমণ শিক্ষামন্ত্রীর

জগদীপ ধনখড়ের পথেই এবার সি ভি আনন্দ বোসের সঙ্গেও সংঘাতের পথে রাজ্য সরকার। তাঁকে নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে চায় রাজ্য। সাংবাদিক বৈঠক করে শুক্রবার এমনটাই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হয় এই বিল রাজ্যপাল সউ করুন, না হলে তা ফেরত পাঠান। তা ফের বিধানসভায় আনা হবে। স্পষ্ট করলেন তিনি। একইসঙ্গে রাজ্যপালকে বেনজির আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, “শ্বেতহস্তির মতো দাপিয়ে বেড়াচ্ছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে না বলে উপাচার্য নিয়োগ করছেন। যেখানে সেখানে চলে যাচ্ছেন, অনুদান দিচ্ছেন।” তাঁর সংযোজন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম নিজে ঠিক করে ফেলছেন। গণমাধ্যমে পর্যন্ত তা জানাচ্ছেন না। এগুলো না করে বরং এতদিন ধরে যে বিশ্ববিদ্যালয়ের বিল আটকে রয়েছে, সেগুলো সই করুন। রাজ্যের, রাজ্যবাসীর এবং উচ্চশিক্ষার সঙ্গে জড়িতদের আকাঙ্খাকে মর্যাদা দিন। নইলে শিবসেনা যে কথা বলেছিল, ঠিক সেইরকমই শ্বেতহস্তির মতো দাপিয়ে বেড়াচ্ছেন। মত্ত হস্তির মতো সমস্ত বিদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। এটা আমাদের সমীচীন ঠেকছে না।”

error: Content is protected !!