
পুলওয়ামা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন রাজ্যপাল, সত্যপাল মালিক মন্তব্যের ভিত্তিতে তদন্ত দাবি মমতার
নবান্ন থেকে কেন্দ্রের সরকার ও শাসকদল বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ের ওপরে আক্রমণ নিয়ে ফের তদন্ত দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পুলওয়ামাতে যেভাবে আমাদের জওয়ানদের মারা হয়েছে তা দুঃখজনক। আমরা সেই সময়ে কিছু বলিনি। কিন্তু জানতাম, একদিন সত্যি সামনে আসবে। আমরা এর তদন্ত চাইছি।’ উল্লেখ্য, পুলওয়ামা কাণ্ডের পরেই হামলার সময় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের মাত্র দুই মাস আগে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথাপুরায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান মর্মান্তিকভাবে প্রাণ হারান। ওই সময়ে বিরোধী দলগুলির পক্ষ থেকে ভোটের প্রাক্কালে সিআরপিএফ জওয়ানদের ওপরে জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন তোলা হয়। যদিও ওই হামলাকে হাতিয়ার করে দেশপ্রেমের আবেগে সুড়সুড়ি দিয়ে প্রচার চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহরা। ওই দেশপ্রেমের আবেগে সুড়সুড়ি দিয়ে ফের কেন্দ্রে ক্ষমতায় ফেরে বিজেপি। পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলার সময়ে যিনি জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সেই সত্যপাল মালিক সম্প্রতি মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করেছেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘যাতায়াতের জন্য পাঁচটি হেলিকপ্টার চেয়েছিলেন সিআরপিএফের পদস্থ আধিকারিকরা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সেই দাবি মানেননি। ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জানিয়েছিলাম। দুজনেই মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন।’