আগামী ২১ এপ্রিল থেকে জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

তীব্র গরমে পুড়ছে বাংলা। চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষারত দাবদাহের জেরে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে কিছুটা স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। আগামী ২১ এপ্রিল পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরেও। তবে তার আগে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গে তার আগেই বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে আলিপুর। সেখানেও তার আগে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি থাকবে।

error: Content is protected !!