নতুন করে কোনও কর্মবিরতি নয়, ডিএ মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের

গত ৩ মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মহার্ঘ্য ভাতা বা ডিএ’র দাবিতে। তাঁদের মূল দাবি, বকেয়া মহার্ঘ্য ভাতা দিতে হবে এবং কেন্দ্রের হারে তা প্রতিবছর প্রদান করতে হবে। এই নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। কিন্তু একদিকে যেমন সেই মামলার শুনানি বার বার পিছিয়ে যাচ্ছে তেমনি সেই মামলার মাঝেই বার বার কর্মবিরতির পথে হাঁটা দিচ্ছেন আন্দোলনকারীরা। বার বার কর্মবিরতির জেরে রাজ্যের ক্ষতি সাধন হচ্ছে এই আর্জি জানিয়ে আবার কলকাতা হাইকোর্টে পৃথক একটি মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টে যতদিন ডিএ মামলা চলবে ততদিন আন্দোলনকারীরা আর কোনও কর্মবিরতি কর্মসূচি পালন করতে পারবেন না।

error: Content is protected !!