
আজ থেকে হাওড়া ডিভিশনে ট্রেন নিয়ন্ত্রণ
আজ বৃহস্পতিবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বালি ও বেলুড় স্টেশনের মাঝে ট্র্যাক মেরামতির কাজ চলবে। সেকারণে ৩০ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা ৩৫ মিনিট থেকে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। যার জেরে আপ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস এবং হাওড়া-বর্ধমান লোকালের যাত্রাপথে নিয়ন্ত্রিত হবে। এই দু’টি ট্রেন যথাক্রমে ২৫ মিনিট এবং ১৫ মিনিট যাত্রাপথে দাঁড়াবে। ২০, ২১, ২৩, ২৪, ২৭, ২৮ এবং ৩০ এপ্রিল একই কারণে ট্রেন চলাচল খানিক ব্যাহত হবে।