মন্নত থেকে ভক্তদের ঈদের শুভেচ্ছা শাহরুখের

খুশির ইদে মেতে গোটা বিশ্ব। টানা একমাস রোজা পালনের পর আসে এই সুন্দর দিন। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও এই দিনটা একেবারে অন্যরকম কাটান। শনিবার ইদ-উল-ফিতর উদযাপন করলেন শাহরুখ খানও। ইদের দিন প্রতি বছরই তিনি তাঁর ঐতিহ্য অনুসরণ করেই এবারও ভক্তদের সঙ্গে দেখা করেন। তিনি তাঁর বিলাসবহুল মুম্বইয়ের বাড়ির বাইরে জড় হয়ে শত শত ভক্তকে বারান্দা থেকে শুভেচ্ছাও জানান। তাঁর ভক্তেরা কয়েক ঘন্টা ধরে সুপারস্টারকে কেবলমাত্র একঝলক দেখার অপেক্ষায় ছিলেন প্রতি বছরের মতো এবারও। এবং অবশেষে কিং খান তাদের ইচ্ছা পূরণ করলেন। সাদা টি-শার্ট এবং কালো প্যান্টে মনন্তের বারান্দায় দাঁড়িয়ে সুপারস্টার।  তিনি তাঁর ভক্তদের উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেওয়া থেকে সালাম দিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে অভিনেতা এমনকী তাঁর শুভাকাঙ্ক্ষীদের জন্য বারান্দার উপরে তাঁর সেই সিগনেচার রোম্যান্টিক পোজ দিলেন। যে ছবি বলা যায় এখন ইন্টারনেট জুড়ে ভাইরাল।

error: Content is protected !!