‘মহারাষ্ট্রে শিন্ডে-বিজেপি জোট সরকারের আয়ু ১৫-২০ দিন’, দাবি সঞ্জয় রাউতের

এনসিপি নেতা অজিত পওয়ারকে এনডিএ’তে নেওয়া নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবিরের ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে। সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি ছেড়েছে শিন্ডেসেনা। আর তার মধ্যেই রবিবার শিন্ডেসেনা-বিজেপি জোট সরকারের আয়ু নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মুখপাত্র সঞ্জয় রাউত। তাঁর দাবি, ‘মহারাষ্ট্রে রাজনৈতিক সুবিধাবাদী সরকারের ‘ডেথ ওয়ারান্ট’ জারি হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যেই সরকারের পতন ঘটবে।’ সঞ্জয় রাউতের মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি এবং শিন্ডে সেনার পক্ষ থেকে এখনও পর্যন্ত রাউতের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 

error: Content is protected !!