হলদিয়া ও হরিণঘাটায় নতুন শিল্পতালুক, সিঙ্গুরে পাইকারি বাজার গড়ে তুলতে চলেছে রাজ্যের শিল্পদফতর

দক্ষিণবঙ্গের ৩টি জেলায় ২টি শিল্পপার্ক ও একটি বড় পাইকারি বাজার তৈরির কাজে হাত দিতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বুকে এবং নদিয়া জেলার হরিণঘাটায় দুটি নতুন শিল্পতালুক গড়ার কাজ শুরু করছে রাজ্যের শিল্পদফতর। এর পাশাপাশি হুগলি জেলার সিঙ্গুরের বুকে ইন্দ্রখালিতে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার গড়ে তুলতে চলেছে পোস্তার ব্যবসায়ী সমিতি। সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার।   জানা গিয়েছে, হলদিয়া ও হরিণঘাটায় রাজ্য শিল্পোন্নয়ন নিগম দু’টি ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামো তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে। হলদিয়ায় ৩০৬ একর জমির ওপর ওই পার্ক তৈরি হবে। ৬ নম্বর জাতীয় সড়ক, রেল সংযোগের পাশাপাশি বন্দরের সুবিধা থাকায় সেখানে নতুন শিল্প তালুক গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে, হরিণঘাটায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ৩৫৮ একর জমির ওপর তৈরি হবে শিল্পতালুক। এখানে আলো, জল, রাস্তাসহ সব ধরনের পরিকাঠামো গড়ে দেবে রাজ্য। আবার সিঙ্গুরের ইন্দ্রখালিতে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার গড়ে উঠতে চলেছে। ৩২০ বিঘা জমির ওপর এই পাইকারি বাজার গড়ে উঠবে। পোস্তার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই বাজার গড়ে উঠলে আগামী দিনে কলকাতা মহানগরী যানজট মুক্ত হবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পে প্রায় সাড়ে ৭৫০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার তৈরি হলে এখানে প্রায় দেড় থেকে ২ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। বহু আড়ত তৈরি হবে। তাতে এলাকাবাসী কাজ পাবেন। তিন শিফটে সেখানে কাজ হবে। বাইরে থেকে ব্যবসায়ীরা এলে তাদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউস তৈরি হবে।

error: Content is protected !!