কয়লা মাফিয়া রাজু ঝা-র ৫০০ কোটির সম্পত্তির হদিশ, বাজেয়াপ্ত করার পথে সিট

কিছু দিন আগেই পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে ২ নম্বর জাতীয় সড়কের ধারে খুন হয়ে যান আসানসোল দূর্গাপুর শিল্পাঞ্চলের কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা। সেই খুনের ঘটনায় তদন্ত করছে Speciel Investigation Team বা সিট । তাঁরা ইতিমধ্যেই সেই তদন্ত কাজে নেমে পড়েছেন এবং সেই খুনের ঘটনায় যোগ খুঁজে পাওয়ায় কয়লা পাচারে অভিযুক্ত নারায়ণ খাড়কাকে নোটিসে করেছে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সিট-এর দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও যদি তিনি হাজির না দেন তাহলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আর সেই সূত্রেই সিট খোঁজ খবর নিতে শুরু করে নারায়ণের কোথায় কোথায় কী কী সম্পত্তি রয়েছে। আর সেই সব সম্পত্তির সন্ধান যখন মিলতে শুরু করে দিয়েছে তখন রীতিমত চোখ কপালে উঠছে সিট-এর আধিকারিকদের। কেননা প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, নারায়ণের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।  

error: Content is protected !!