আজ ফের দিল্লি পুরসভায় মেয়র নির্বাচন

আগামী অর্থবর্ষের জন্য দিল্লি পুরসভার মেয়র ও ডেপুটি মেয়ার নির্বাচন হবে আজ। গত ২২ ফেব্রুয়ারি পরপর তিনবার ভেস্তে যাওয়ার পর দিল্লির মেয়র নির্বাচিত হয়েছিলেন আপের শেলি ওবেরয়। দিল্লি পুরসভার নিয়ম হল, ১ বছরের মেয়াদে প্রত্যেক মেয়র নির্বাচিত হবেন। সেই মতো পরবর্তী অর্থবর্ষের জন্য আবারও মেয়র ও ডেপুটি নির্বাচিত করবেন ২৬৬ জন কাউন্সিলর। শেলি ওবেরয় ফের একবার এই পদের জন্য লড়ছেন। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির শিখা রাই। ডেপুটি মেয়র পদের জন্য লড়ছেন আপের আলে মহম্মদ ইকবাল ও বিজেপির সোনি পান্ডে।

গত বছর নির্বাচনে দিল্লি পুরসভায় নিরকুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ঝাড়ু ঝড়ে দীর্ঘ ১৫ বছর বাদে রাজধানীর ক্ষমতা হাতছাড়া হয়েছিল বিজেপি। যদিও গত জানুয়ারি মাসে মেয়র নির্বাচন নিয়ে দুই শিবিরের বেনজির সঙ্ঘাতের সাক্ষী থেকেছিল রাজধানীবাসী। টানা তিন বার ভেস্তে গিয়েছিল নির্বাচন। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় দেশের সর্বোচ্চ আদালতকে। গত ফেব্রুয়ারিতে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী রেখা গুপ্তকে ৩৪ ভোটে হারিয়ে মেয়র পদে জয়ী হয়েছিলেন আপের শেলি ওবেরয়। দিল্লি পুর আইন অনুযায়ী, পুর বোর্ডের মেয়াদ পাঁচ বছর হলেও মেয়রের মেয়াদ এক বছর। অর্থা‍ৎ প্রতি বছর নতুন করে মেয়র নির্বাচন করতে হয়। প্রথম বছর মেয়র পদ মহিলাদের জন্য সংরক্ষিত। দ্বিতীয় বছর সাধারণ শ্রেণির জন্য। তৃতীয় বছর ফের মহিলাদের জন্য সংরক্ষিত। আর শেষের দুই বছর ফের সাধারণ শ্রেণির জন্য উন্মুক্ত। আজকের মেয়র নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন আপ কাউন্সিলর মুকেশ গোয়েল। অশান্তি এড়াতে পুর ভবনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।   

error: Content is protected !!