আজ নবান্ন থেকে ১০৯টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

বুধবার নবান্ন থেকে শতাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সব দফতরকে নিয়ে পর্যালোচনা বৈঠকও করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সূত্রের খবর, বুধবার নবান্নে বিভিন্ন দফতরের মন্ত্রীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি থাকতে বলা হয়েছে দফতরের শীর্ষ আধিকারিকদের।এদিন সব দফতরকে নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে রাজ্যবাসীর জন্য মোট ১০৯টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। নবান্ন সূত্রে খবর, এদিন যে প্রকল্পগুলির উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী, সেই প্রকল্পগুলির আনুমানিক খরচ ১১০০ কোটি টাকা। যার মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় নির্মিত ৫টি গুরুত্বপূর্ণ সেতু। তার মধ্যে তিনটি উল্লেখ্যযোগ্য সেতু হল বাঁকুড়ার সেতুঘাটের সেতু, চন্দ্রকোনা-ঘাটালে তৈরি নতুন সেতু, ঝাড়গ্রাম জেলার দেব নদীর উপর সেতু।

error: Content is protected !!