কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে পুলিশকে নোটিস পাঠাল সুপ্রিমকোর্ট

 যৌন হেনস্থার অভিযোগে ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। সেই মামলাতেই মঙ্গলবার ২৫ এপ্রিল দিল্লি পুলিশকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় কুস্তিগিরদের আন্দোলনে ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনীতিতে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই মামলার শুনানিতে বলেন, “এটি খুবই গুরুতর অভিযোগ”। পাশাপাশি নোটিস জারি করে শুক্রবার ২৮ এপ্রিলের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেন প্রধান বিচারপতি। কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে ভারতীয় কুস্তিগিরেরা সবাই দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেছেন। এই বিজেপি সাংসদের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও এফআইআর নেওয়া হয়নি। সেটিও বিদ্রোহের অন্যতম কারণ। শুধু তাই নয়, কুস্তিগীর বজরং পুনিয়া ও ভিনেশ ফোগতরা এও জানিয়েছেন, একান্তই যদি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কোনও ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে তাঁরা ধর্না চালিয়ে যাবেন। বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। গত শুক্রবার ২১ এপ্রিল দিল্লির কনট প্লেস থানায় অভিযোগ দায়ের করেন সাত মহিলা কুস্তিগির। তাঁদের মধ্যে রয়েছেন এক নাবালিকাও। সেই চিঠির প্রতিলিপি জমা করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের কাছেও।

error: Content is protected !!