দিল্লি পুরসভায় বড় জয় আপের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র-ডেপুটি মেয়র

নতুন মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনে ফের বড় জয় পেল আপ। বিনা প্রতিদ্বন্দ্বীতা জয় শেলি ওবেরয়ের। বিজেপির তরফে প্রার্থী শিখা রাই হঠাত করেই তাঁর মনোনয়ন তুলে নেন। আর এরপরেই খেলা ঘুরে যায়। একেবারে সহজ পেয়ে যান আপের শেলি। কার্যত একই ছবি ডেপুটি মেয়র নির্বাচনেও । ওই পদের জন্যেও বিজেপির তরফে সোনি পান্ডে তিনি তাঁর মনোনয়ন তুলে নেন। আর সেখানে আপ প্রার্থী মহম্মদ ইকবালের জয় আরও মসৃণ হয়ে যায়। বলে রাখা প্রয়োজন, প্রত্যেক বছর মেয়র নির্বাচন হয়। প্রথম বছর এই পদ মহিলাদের জন্যে, তৃতীয় বছরে সংরক্ষিত কোটা। বাকি তিন বছরের জন্য, এই পদটি অসংরক্ষিত শ্রেণীর জন্য থাকে। দিল্লি পুরসভার নিয়ম অনুযায়ী এক বছরের মেয়াদে প্রত্যেক মেয়র নির্বাচিত হয়ে থাকেন। ২৬৬ জন কাউন্সিলর পরবর্তী অর্থবর্ষের জন্য আবারও মেয়র ও ডেপুটি নির্বাচিত করে থাকেন নিয়ম অনুযায়ী। দিল্লি নগর নিগমে মোট ২৫০ টি আসন। যার মধ্যে ১০৪ টি বিজেপির এবং ১৩৪ টি আসন আম আদমি পার্টি পেয়েছে। গত মেয়র নির্বাচনের ঠিক আগে AAP-এর দুই কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন, যার ফলে বিজেপির কাউন্সিলর সংখ্যা বেড়ে ১০৬ দাঁড়িয়েছে। সম্প্রতি আরও এক আপ কাউন্সিলার বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে বিজেপির কাউন্সিলারের সংখ্যা ১০৭ হয়ে গিয়েছে।

error: Content is protected !!