একবালপুরে জামাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মা-মেয়ে

বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে জামাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল স্ত্রী এবং শাশুড়ির। ঘটনাটি ঘটেছে একবালপুরে। জানা গিয়েছে, রবিবার সকাল ৭টা নাগাদ বাড়ির পাশে একটি ঝুলন্ত লোহার তারে ভেজা জামাকাপড় মেলতে যান জামাই ইজহার আখতার। তাঁকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাড়াতাড়ি করে বাঁচাতে যান তাঁর শাশুড়ি মুন্তাহা বেগম। শক খান তিনিও। মা এবং জামাইকে বাঁচাতে ছুটে যায় ইজহারের স্ত্রী খায়রুলন্নেসা। ঘটনায় তড়িদাহত হয়ে মৃত্যু হয় মা এবং মেয়ের। আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে ইজহারকে। জানা গিয়েছে, শাশুড়ি এবং স্ত্রীয়ের সঙ্গে একবালপুরের বাড়িতে থাকতেন ইজহার। এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঝুলন্ ওই তারে কীভাবে কারেন্ট চলাচল করছিল তা জানতে ঘটনাস্থলে পৌঁছয় সিইএসসির একটি দল। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

error: Content is protected !!