আজ রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আজ রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীর পরিস্থিতি। দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টির পরিস্থিতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আজ, বৃহস্পতিবার সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে জেলাগুলিতে। বিকেল বা সন্ধ্যা থেকে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি রয়েছে ৷ কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতিও আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্র ও শনিবারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 

error: Content is protected !!