মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, অসুস্থ ৯ যাত্রী

দক্ষিণ কোরিয়ার এক বিমানে অবাক করা ঘটনা। মাঝ আকাশে এশিয়ানা এয়ারলাইন্সের এক বিমানের দরজা খুলে গেল। জানলা খুলতেই প্রবল বেগে ঢুকে পড়ল খোলা হাওয়া। অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তবে যেহেতু বিমানটি ল্যান্ডিংয়ের মুখে ছিল, তাই কোনও প্রাণহানী শেষ মুহূর্তে এড়ানো গিয়েছে। ৯ জন যাত্রীকে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোলা দরজা নিয়েই বিমানটি কোরিয়ার এক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের দরজা যেভাবে তৈরি তাতে সেটা কোনও রকম ভাবেই খোলার কথা নয়। কিন্তু কীভাবে এশিয়ানা এয়ারলাইন্সের বিমানের জানলা খুলল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

error: Content is protected !!