ফের নতুন ভাইরাস, মার্কিন যুক্তরাষ্ট্রে পোওয়াসান ভাইরাসের বলি এক

সম্প্রতি পোওয়াসান  নামের একটি নতুন ভাইরাসের কথা সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে এই পোওয়াসান ভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়েছে। মেইন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (মেইন সিডিসি) তরফে জানানো হয়েছে, “সম্প্রতি একজন প্রাপ্তবয়স্ক এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে মারা গিয়েছেন,  চলতি বছরে ‘পোও ’ ভাইরাসে আক্রান্ত হলেন প্রথম কোনও এক ব্যক্তি।” যদিও এখনও পর্যন্ত এই ভাইরাসে খুব একটা কেউ সংক্রমিত হননি। তবে পোওয়াসান  ভাইরাস বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং রাশিয়ায় বৃদ্ধি পাচ্ছে। যা সত্যিই উদ্বেগ বাড়াচ্ছে চিকিত্সকদের। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রগতিশীল দেশে প্রতি বছর ২৫ জন করে ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

error: Content is protected !!