নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছে না কেরালা এবং রাজস্থান

আজ দিল্লিতে নীতি আয়োগের বৈঠকের সভাপতিত্ব করবেন। মোদির সভাপতিত্বে নীতি আয়োগ কাউন্সিলের বৈঠক এড়িয়ে যাচ্ছেন দেশের সাত মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডাকা নীতিআয়োগ আলোচনা সভায় যাচ্ছে না কেরালা, রাজস্থান সরকার। শনিবার দিল্লির প্রগতি ময়দানে ডাকা হয়েছে নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকের ওপরেই নজর রয়েছে রাজনৈতিক নেতানেত্রীদের। পার্লামেন্টের নতুন ভবন উদ্বোধন হওয়ার আগেই এই আলোচনার বিশেষ তাৎপর্যও রয়েছে। বিভিন্ন কারণের জন্য এই আলোচনা সভায় যোগ দিতে পারছেন না তাঁরা। রাজস্থানের মুখ্য মন্ত্রী স্বাস্থ্যের কারণে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন। যদিও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের তরফে যোগ না দেওয়ার কোন কারণ জানানো হয়নি। এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এই আলোচনা সভায় না থাকার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

error: Content is protected !!